New Eid Sms Bangla 2022 | ঈদ মোবারক Sms

Best Collection of Bangla Eider Sms, Wishes And Greetings

Eid Sms Bangla: ঈদ শব্দটির অর্থ উৎসব। ইসলাম ধর্মের অনুসারীদের প্রধান ধর্মীয় উৎসব গুলোকে ঈদ বলা হয়। দেখতে দেখতে পবিত্র খুশির ঈদ চলে এলো। তাই PoetryFM এর তরফ থেকে আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অনেকে অনেকে শুভেচ্ছা। প্রতিবছর সারা বিশ্বজুড়ে মুসলমানরা অত্যন্ত উত্সাহের সাথে ঈদ উৎসব পালন করে ও একে অপরকে হোয়াটস্যাপ অথবা SMS এর মাধ্যমে Eider Sms পাঠিয়ে থাকে। তাই এই খুশির ঈদ উপলক্ষে আমরা আপনাদের জন্য কিছু সেরা বাংলা ঈদ মোবারক এসএমএস নিয়ে এসেছি।

wishing eid mubarak

Eid Sms Bengali

শুভ রজনী🌃, শুভ দিন,⛅ রাত পেরুলেই ঈদের দিন।😍 উপভোগ🙂 করবে সারাদিন,😋 ঈদ পাবে না😞 প্রতিদিন। দাওয়াত🥗 রইলো ঈদের দিন।“ঈদ মোবারক”🌙
যে দিন দেখবো ঈদের চাঁদ,🌙 খুশি মনে 😍কাটাবো রাত, নতুন সাজে সাজব যেদিন,🥻👗 সে দিন হলো ঈদের দিন,⛅ আনন্দে😄 কাটাবো সারা দিন!“ঈদ মোবারক”☪
বলছি আমি আমার কথা, 🗣 ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,😞 আমার জীবনে 🙂অনেক চাওয়া, ঈদ থেকে সব পাওয়া, 😄 ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা, 💕“ঈদ মোবারক”☪
আজকে খুশির বাধ ভেঙেছে, 😄 ঈদ এসেছে ভাই 🙂ঈদ এসেছে , শাওআলের চাঁদ🌙 ওই উকি দিয়েছে, সবার ঘরে🏡 আজ ঈদ এসেছে, সেই দিন আর নয় বেশি দুর, 🚶‍ রমযান শেষ হলে কাটবে অপেখখার ঘোর,,“ঈদ মোবারক”☪
ফুল সুভাষ দেয়, 🌹 দৃষ্টি মণ💕 চুরি করে, খুশি আমাদের হাসায়, 😄 দুঃখ 😞আমাদের কাদায়, 😢 আর আমার এই এস এম এস💌 , তোমাকে ঈদের সুভেছ্ছা জানায়,“ঈদ মোবারক”☪
eid ul adha mubarak

Bangla Eid Mubarak Sms 2022

চাঁদ 🌙উঠেছে ফুল 🌹ফুটেছে দেখবি কে কে আয়, নতুন চাঁদের🌙 আলো এসে পড়ল সবার গায় ।“ঈদ মোবারক”☪
ফুলে ফুলে 🌹🌹সাজিয়ে রেখেছি এই মন । তুমি আসলে দুজনে মিলে আনন্দ 😄👩‍❤️‍💋‍👩করবো সারাক্ষণ । বন্ধু তুমি আসবে বলে দরজায়🚪 থাকি দরিয়ে । ঈদ মোবারক🌙, শুভ হোক তোমার ঈদের দিন । ☪“ঈদ মোবারক”
কিছু কথা অব্যক্ত ❌রয়ে যায়, কিছু অনুভূতি মনের 💔মাঝে থেকে যায়, কিছু ভালবাসার স্মৃতি নিরবে কাদে। শুধু এই দিন সব ভুলিয়ে😢 দেয়,“ঈদ মোবারক”☪
শুভেচ্ছা রাশি রাশি গরু🐄 না খাসি? টিক্কা না ঝালফ্রাই? 🍖🥗 এনটিভি না চ্যানেল-আই? রিলাক্স না বিজি? 😍 শাড়ি🥻 না শার্ট?“ঈদ মোবারক”
নতুন পোশাক🥻 পরে নিও, বেশি করে ঈদি নিও।🌙 সেমাই🥧 খেও পেট ভরে ঘুরো 🚶‍ফের মন ভরে। ঈদ মোবারাক বলো প্রান 💕খুলে।“ঈদ মোবারক”🌙
eid wishing

Read ফটো ক্যাপশন বাংলা

ঈদ মানে হাসি😂, ঈদ মানে আশা😎। ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা💕 ঈদ মানে দুর আকাশে ⛅মিষ্টি চাঁদের হাসি।😆 ঈদ মানে সুখ সাগরে 🌊সবাই মিলে ভাসি।“ঈদ মোবারক”☪
আকাশের⛅ নীল দিয়ে, হৃদয়ের 💔ছোঁয়া দিয়ে, সবুজের অরণ্য দিয়ে🙂, সাগরের গভীরতা দিয়ে,🌊 তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা।“ঈদ মোবারক”☪
আমার বাড়ি 🏡আইসো সখী নতুন সাজে সেজে, 🥻 ঈদের পোশাক 👗দিব তোমায় বইসো আমার পাশে।😍 পোলাও 🥧কোরমার সাথে দিব আপ খেতে। ঈদের দিন করবো মাস্তী দুজন মোরা মিলে।😋“ঈদ মোবারক”☪
কষ্টের 😢আড়ালে সুখের😍 রাশি, প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি❤। তাই প্রতিটা জীবনের প্রতিটা সময় শুভ হোক। 😎 সবাইকে 👨‍👩‍👧‍👦জানাই,, “ঈদ মোবারক”☪
ঈদ আসতে 1 দিন ⏳বাকি…..! এতো খুশি 😍কোথায় রাখি……! বলাটা অনেক ইজি! ঈদের কাজে সবাই বিজি…! ⏰ একটি বছর 📆ঘুরে আসবে সেই দিন⛅….! ঈদের খুশি😆 বিলিয়ে দেওয়ার প্রস্তুতি নিন….! অনেকেই বিজি⏲ ঈদের কাজে….! আনান্দ😍 টা সবার মাঝে…….!“ঈদ মোবারক”🌙

আপনি যদি আরও স্ট্যাটাস ও শায়রী পড়তে চান, তাহলে আমাদের অন্য পোস্টগুলি অবশ্যই পড়ুন| যেখানে আপনি পাবেন… রোমান্টিক প্রেমের মেসেজ, রোমান্টিক প্রেমের ছন্দ, মজার স্ট্যাটাস এবং আরও পড়তে আমাদের Website টি Google এ সার্চ করুন|

mubarak eid mubarak

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা

ডাবের🥥 বিতর মিস্টি পানি🥛 তেতুল হইলো টক😜 বন্ধু👨‍❤️‍👨 তোমায় জানাই আমি🕌😊 ঈদ মোবারক🕌🕋
আসচে ঈদ🕌 চলছে গাড়ি🚗 বন্দু👨‍❤️‍👨 তুমি দাওয়াত দিলে জাইতাম তুমার🏠 বাড়ি
ঈদের চাঁদ🌙উঠেছিল আকাশে🌃 সালামি🎁পাইনি বিকাশে!😊 ঈদুল🕌 আযহা এসেছে ত্যাগের মহিমায়😢 এসো আজ শিক্ষা📙নিই আমরা সবাই👨‍👨‍👦‍👦 সাম্য মৈত্রের এমন শুভ লগনে⏲ হতাশা😕❤ না থাকে আজ কারোর মনে অপরূপ এই মিলন মেলায়👨‍👨‍👧‍👧 দিয়োনা কাউকে দুঃখ😭 অবহেলায়💔
কাঁদে😭আকাশ কাঁদে😭বাতাশ কাঁদে😭জমিন🛬 আসমান🌃 কুরবানি🐄দেবো খোদার🕋 প্রেমে❤ দিল করে পাষাণ😈 পশুর🐮সাথে মনের পশুর🐮 হবে আজ কুরবান😭 সত্য সুন্দর পৃথবী🌏গড়ে করে দেবো প্রমাণ❤
মনের পশুকে🐮এসো সবেমিলে কুরবানি😢 করি ভাই👨 সব মানুষের👬 মহামিলনে🤼‍সাম্যের কথা বলে যায়😊 হিংসা👿 বিদ্বেষ কলহ দ্বন্দ্ব হানাহানি সব ভুলে আজ😊 মহান আল্লাহর🕋 বাণী নিয়ে গড়ি চলো নতুন সমাজ👩‍👩‍👧👨‍👩‍👦‍👦 আত্মত্যাগের😢মহান শিক্ষায় কুরবানীর🐄 এই তথ্য মানব জীবনের কর্মধারায়🛐 নেমে আসুক সঠিক সত্য😍
eid sms bangla

Bengali Eider Sms

খোদা🕋 রাজি হলে পরে আজকে ঈদের🕌 পূর্ণ্য ভোরে🌉 আল্লাহ তালার🕋 মহববাতে কুরবানি🐄 দিও খাস নিয়তে🤲 ইব্রাহিমের প্রীয় সন্তান👦 দিয়েছে প্রেমে কোরবান❤🐄 তেমনি করে মনের পশুর🐮 ত্যাগ হবে আজ জান💔
খোদার🕋আসর হতে ভেসে এলো মধুর বাণী🌊 প্রাণের❤চেয়ে প্রিয় যে দাও তার কুরবানী🐄 মসজিদে🕌 আর ময়দানে লাখো লাখো মুসলিম🤼‍ খোদার🕋বাণীতে হয়েছে তাই মলিন😍
গরিব👦 ধনী বাদশা ফকির এক পোশাকে👚 করেছে ভির👨‍👩‍👧‍👧 এই দিনে😊 আজ সবাই সমান নেই কোনো ব্যবধান🤼‍ একটি বছর প্রতীক্ষার🤦‍ পর আনন্দের বইলো বান😊 এক কাতারে👬 সামিল হতে নির্দেশ দিলেন আল্লাহ🕋 মহান😍
খোদার🕋 আদেশ পেলো ইব্রাহিম ঘুমের🛌 ঘোরে সব চেয়ে প্রিয়জনকে❤ কুরবানী দিতে হবে তারে🐄 কেপে উঠছিলো🧚‍তখন ইব্রাহিমের প্রাণ❤ সব চেয়ে প্রিয়জন❤ তার এক মাত্র সন্তান👦 খোদার🕋 রহমতে ইসমাইল পেয়েছিল নতুন জীবন😊 সেদিন আনন্দে😊 মেতেছিল সর বিশ্ব ভুবন🌏
উঠেছে আসমানে চাঁদ🌙 এসো সবাই👨‍👨‍👧‍👧 খুশির😊 জোয়ারে চলো আজ ভেসে যাই😍 সুরমা আতরে🎁 নতুন জামা পরে👚 মেতে উঠেছে সব মুসলিম🎩 ভাই👨‍👩‍👧‍👧 happy eid-ul-adha*
eid sms bangla

Read রোমান্টিক প্রেমের ছন্দ

রঙ🔴লেগেছে মনে❤ মধুর এই খনে😍 তোমায় আমি রাঙ্গিয়ে দিবো👦🔴 ঈদের এই দিনে ।🕋
নীল🔵আকাশের খামে ভরে,🌃 সাদা মেঘের⛅কাগজে করে,📃 রঃধনুর রঙে🌈 লিখে,📝 দখিনা বাতাস কে দিয়ে🍃 আমার মনের❤ কথা পাঠালাম📤 ঈদ মোবারক🕋 , My Friend !!
বন্ধু তুমি অনেক দূরে,👬 তাই তোমার কথা মনে পরে,👨‍❤️‍👨 সুন্দর এই সময়⏲ কাটুক খুশিতে,😃 সব কষ্ট ভুলে যেও😭 আপনজনের হাসিতে,😁 ঈদ মোবারক !!🕋
আকাশের🌩সব নীল🔵দিয়ে. প্রভাতের🌄সব আলো দিয়ে.🌅 সমুদ্রের☔সব গভীরতা দিয়ে.🕳 হৃদয়ের❤ সব অনুভতি দিয়ে.☺ তোমাকে জানাই ঈদ🕋 এর শুভেচ্ছা.🌠 ঈদ মুবারক !!🕋
সুবাস আসে ফুলের 🌹 টানে রংধনু 🌈 আসে রঙের টানে বন্ধু আসে বন্ধুত্তের টানে💕 মন চলে যায় ❤মনের টানে ঈদ আসে খুশীর 😊টানে ঈদ মোবারাক Dear !!🌛
eid sms bangla

Happy Eid Mubarak Wishes

পাখির🦅 ডানায় লিখে দিলাম ঈদের নাম। বন্ধু তুমি উড়ে 🕊দেখ পাবে সুখের ঘ্রান। পুরনো সব কষ্ট করে ফেল নষ্ট।😥 নতুন ঈদের যাত্রা হয় যেন সুখ আর সমৃদ্ধি ময়।😍 এই কামনায় তোমাই জানাই । বন্ধু ঈদ মোবারক !!☪
যেটুকু ভুল ছিল সুধরে নিব👍 না পাওয়ার কষ্ট😥 টুকু ভুলে যাব, সবারে বাসবো ভাল💕 এ প্রত্যয়ে দিন টি শুরু হোক । বন্ধু 🙎‍তোমায় জানাই !! ঈদ মোবারক !☪
আমার বাড়ি🏡 অজানা দ্বীপে,🏝 তোমার বাড়ি কই?🏠 আসবে কিন্তু ঈদের দিন,🚶‍ হোক problem যতই. নতুন দিনের নতুন সাজে । এসো আমার বাড়ি ।🏠 SMS ✉করে Address দিও । পাঠিয়ে দিবো গাড়ি🚗, ঈদ মোবারাক ।🌙
ফুল 🌹সুবাস দেয়, দৃষ্টি মন 💕চুরি করে, খুশি আমাদের হাসায়😎 দুঃখ আমাদের কাঁদায়😢, আর আমার এই✉ SMS তোমাকে ঈদের শুভেচছা জানায়। ঈদ মোবারাক !!☪
দিন ⛅যদি চলে 🚶‍ যায় ! দিগন্তের শেষে রাত🌃 যদি চলে যায় ! তারার ✨দেশে ভেব না বন্ধু ! আমি থাকব তোমাদের পাশে। 👨‍👩‍👧‍👦 ঈদ মোবারক !!🌙
eid sms bangla

Happy EID Mubarak SMS

ইচ্ছে গুলো আকাশ ⛅ছুলো, ভাসলো মেঘের সারি 🌥 খুশির ঝরে তেপান্তরে হৃদয় দিল পারি! 💕 মনের 😍মাঝে সেতারা বাজে,খুশিতে মন সাজে ঈদের দিন হোক রঙিন 🌈এই কামনাতে! ঈদ মোবারক । 🌙
সময় ⌚নেই বেশি ক্ষন. আর মাত্র কিছুক্ষণ. পূর্ণ তোমার শখ,😍 বন্ধু Happy Eid Mubarak !!☪
আজকে খুশির বাধ ভেঙেছে😢 ঈদ এসেছে ভাই ঈদ এসেছে , শাওআলের চাঁদ🌛 ওই উঁকি দিয়েছে, সবার ঘরে 🏡আজ ঈদ এসেছে, সেই দিন আর নয় বেশি দুর, রমযান শেষ হলে,🙂 কাটবে অপেক্ষার ঘোর। ঈদ মোবারক 2021 !!☪
হাঁসের ডিম মুরগির ডিম🥚 দেখা হবে ঈদের দিন, ঈদ মানে খুশি😍 ঈদ মানে আনন্দ🙂 ঈদের দাওয়াত না দিলে, দোস্ত তোমায় মারবো ১টা ঘুষি!👊 ঈদ মোবারক 2021!!❤
আগের সব কষ্ট😢, করে ফেল নষ্ট ।🙂 নতুন দিনে সবার প্রাণে , কেউ রেখনা দুঃখ মনে।😍 শুভ হোক নতুন দিন, খুশি🙂 থাকো সারা দিন। ঈদ মোবারক !!🌛

Best Eid Sms Bangla

eid sms bangla
আমি মন থেকে কামনা করছি 🤲 যে আমার সব বন্ধুরা যেন👨‍👩‍👧‍👦 এই ঈদ টা সত্যিই , খুব ভালো💕 ভাবে কাটায় , কিন্তু বন্ধুরা আমাকে , যেন ভুলে যেও না , ঈদ মোবারক !!☪
খুশির এই দিন, খুশির এই আলো😍 কাটুক তোমার ভালো , নতুন কিছু কথা 🗣 নতুন কিছু আশা , নতুন করে এই ঈদে🌙 ভালো মতো ঘুরো। ঈদ মোবারক !! ☪
EID er meaning .. E= Extra 😍 I= interesting 👍 D = Day ⛅ ঈদ মোবারক !!☪
নিশি 🌃যখন ভোর হবে। সুখ তারা নিভে যাবে,🙂 আসবে একটা নতুন দিন, দুঃখ😥 কষ্ট গুলো যাও ভুলে, হাসি আনন্দ নিও তুলে 😍 ঈদ মোবারক সবাইকে !!
ঈদ এলো, বৃষ্টি এলো⛈, খুশির😄 দ্বার মুক্ত হলো, ঈদের এখন নতুন রূপ, বৃষ্টি হলো অপরুপ,♒ তুমি আমার আপনজন💑 তাই তোমায় জানাই নিমন্ত্রন ।💌— ঈদ মোবারাক — !! ☪
eid sms bangla

EID Mubarak SMS in Bangla

ঈদে যদি কর দাওয়াত🌙 ! ভুলে যাব শত আঘাত💔 ! সাত সমুদ্র🌊 দেবো পাড়ি ! হোক না আমার যতই দেরি !⏳ তবু যাবো তোমার🏡 বাড়ি !! ঈদ মুবারক !!☪
নতুন পোশাক 👗পরে নিও! বেশি করে ঈদ নিও ☪ সেমাই খেও🥣 পেট ভরে, গুড়ো ফের মন ভরে.🙂 ঈদ মোবারাক বলো, সবাইকে প্রান খুলে !😍 ঈদ মোবারক !!🌙
শুনে যাও ভোরের পাখি 🕊, একটা কথা🗣 বলে রাখি , আছে ১টা বন্ধু আমার 👨‍👩‍👧‍👦 মনে পরে সকাল বিকাল , তাকে জানাই ঈদ মোবারক !!🌙
আলোর ঝিলিক রাতের আকাশে🌃 শিউলি ফুলের গন্ধ🌹 ঈদ আসছে খুশির বার্তা 💌নিয়ে দরজা🚪 কেন বন্ধ. ঈদ এলো তাই আবার নতুন জামা কিনে রাখি,🙂 ঈদ আসতে মাত্র আর ১দিন বাকি 😍।
মিস্টি হাসি😄, দুষ্টু চোখ।👀 তোমার স্বপ্ন বন্ধু সত্যি হোক।🙂 ঈদ মোবারক !! ২০২১
eid sms bangla

Bengali Eid Sms for Lover

টিং টাং🔔 OPEN THE DOOR🚪 কে ‍তুুমি ! আমি এস এম এস !💌 কি চাও ! একটা কথা🗣 বলবো ! বলো !!!!!!! ঈদ মোবারক !!🌙
কিছু তারা🌟 মিটিমিটি জ্বলছে, কিছু স্বপ্ন ভেসে চলছে,১ টা চাঁদ 🌛আলো ছরাচ্ছে,১ টা রাত নিরব হয়ে গেছে🌃 , আর ১টা বন্ধু তোমাকে মনে করছে । আর মন 😍খুলে তোমাকে বলছে 🗣 ঈদ মোবারক !!☪
এই ঈদ নবরূপ রাঙিয়ে🌈 দিক তোমার প্রতিটি মুহূর্ত,😍 সুন্দর সমৃদ্ধ হোক , আগামীর দিনগুলো ⛅। ঈদ মোবারক !!🌙
ঈদ নিয়ে আসুক আনন্দ আর সুখ 😄 মুছে যাক সব বিষন্নতা আর দুঃখ 😥 হারিয়ে যাক হৃদয় 💔আজ হাসির বৃন্দাবনে সাজিয়ে দেব তোমায় বন্ধু 💑 ঈদের গরুর🐄 মতন করে.. ঈদ মোবারক !☪
মুছে যাক সকল কলুষতা🧼 শান্তির বার্তা নিল খামে 💌পাঠালাম, সুদিনের সুবাতাস তোমায় দিলাম।।😄 ঈদ মোবারক !! ২০২১
eid sms bangla

Read রোমান্টিক প্রেমের মেসেজ

খুশিতে 😄মন জুড়ে গেল ।💕 হিংসা রাগ 😠সব চলে গেল ।🚶‍ কারণ ঈদ🌙 যে চলে এল । তাই বন্ধু সবার আগো । তোমায় জানাই শুধু😄 ঈদ মোবারক !!☪
দিনে গরম🌤 রাতে শীত😰❄ সামনে আসছে কুরবানি ঈদ ! সাদা রুটি গোস্তের ঝোল,😋 খেতে 🍴বন্ধু রা করোনা ভুল ! ঈদে থাকব সবাই হাসি খুশি,😍 দোস্ত তোমাকে চাই পাশাপাশি !👩‍❤️‍💋‍👩 ঈদ মোবারক ২০২১ !!🌙
যে দিন দেখবো ঈদ এর চাঁদ 🌙 খুশি মনে কাটাবো সারা রাত🌉 নতুন সাজে সাজব সেদিন, সেদিন🌤 হলো ঈদের দিন, আনোন্দে😄 কাটাবো সারা দিন!!⛅ দাওয়াত রইলো ঈদের দিন !👨‍👩‍👧‍👦 ঈদ মোবারক ।☪
উদিত রবির প্রথম আলো😍 দূর করবে সকল কালো।😄 মাতবে মন আনন্দধারায়, সবাই হবে বাঁধনহারা। দিনটি ⛅হোক তোমার তরে মন ভরে উঠুক খুশির 😋ঝরে ! ঈদ মোবারক My Best Dst!!☪
ঘুরে ফিরে বারে বারে,😄 ঈদ আসে ঈদ চলে যায়🌙 ঈদ হাসতে শেখায়😍 ভালবাসতে 💕শেখায় ত্যাগের মহিমা শেখায়।’ ঈদ মোবারক।🌙
eid sms bangla

Eid Ul Adha Sms

বলছি আমি আমার কথা🗣 ঈদে থাকবে নাকো🌙 কোনো মনের ব্যথা😞 মোর জীবনে অনেক চাওয়া, ঈদ থেকে বন্ধু সব 👨‍👩‍👧‍👦পাওয়া, ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা💕 সবাই কে জানাই ঈদ মোবারক !!☪
তুমি শিশির ভেজা গোলাপের 🌹পাপড়ি, তুমি পাহাড়ের⛰ গায়ের ঝর্নার পানি💦 তুমি বর্ষার এক পরশ বৃষ্টি🌧 তুমি মধ্য রাতের পূর্ণিমার চাঁদ🌛 তোমাকে জানাই ঈদ মুবারক !☪
যে দিন দেখবো ঈদ এর চাঁদ🌙 খুশি😄 মনে কাটাবো রাত।🌃 নতুন সাজে সাজব সেদিন👗 সেদিন হলও ঈদের দিন 🌛 আনন্দে 😍কাটাবো সারা দিন! ঈদ মোবারক- ২০২১ !!☪
শুভ দিন,⛅ শুভ রাত🌃 আগামীকাল ঈদের দিন.🌙 Enjoy করব সীমাহীন. ঈদ পাবনা বন্ধু প্রতিদিন. বন্ধু তোমার দাওয়াত রইলো, আমার বাড়ি 🏠ঈদের দিন.🌛 ঈদ মোবারক !!
কিছু তারা✨ মিটিমিটি জ্বলছে, কিছু স্বপ্ন ভেসে চলছে😄১ টা চাঁদ আলো ছরাচ্ছে,🌛১ টা রাত নিরব হয়ে গেছে 🌃 আর ১টা বন্ধু তোমাকে মনে করছে । আর মন খুলে তোমাকে বলছে 🗣 ঈদ মোবারক !!☪
eid sms bangla

Mubarak Eid Mubarak

ঈদের 🌙 শুভেচ্ছা রাশি রাশি, মনটা রাখো তোমার হাসি খুশি😄 গোস্ত🍖 খেও বেশি বেশি🌮🥗 Miss করিনা গরু🐄 খাসি, দাওয়াত দিলাম আমার বাড়ি🏡 চলে আসবে তুমি তাড়াতাড়ি.🚶‍ বন্ধু তোমায় ঈদ মোবারক !!☪
শুভ দিন⛅, শুভ রজনী🌃, রাত পোহালেই ঈদের দিন।🌤 উপভোগ করবে তুমি সারাদিন, ঈদ পাবে না বন্ধু প্রতিদিন।🌤 দাওয়াত রইলো তোমার ঈদের দিন। ঈদ মোবারক ।🌛
ঈদ মানে হাসি 😀খুশি অনন্দ, ভুলে যাও সব দ্বন্দ্ব. ঈদ এলো বছর📆 ঘুরে, খুশির😄 জোয়ারে ভেসে উঠবে সারা দেশ জুড়ে!!“ঈদ মুবারক”☪
রেখেছ কি চাঁদের🌙 খবর, আজকে নাকি ঈদুল ফিতর ! সাজঁবে🥻 তুমি,সাজবে সবাই, সাজঁবে তোমার বাড়ী🏡 দরজাটুকু খোলা রেখো আমিও আসতে 🚶‍পারি” আমার👱‍ পক্ষ থেকে, তোমাকে ঈদের শুভেচ্ছ !☪ ঈদ মোবারক !!
আম পাতা🍃 জোড়া জোড়া, নতুন সব 🙋‍দিচ্ছে সাড়া , ভাল থেকো , সুখে থেকো 😀, আর আমার কথাটি মনে 💭রেখ। ঈদ মোবারক বন্ধু – ২০২১ !!☪

Eid Funny Sms

ঈদের খুশি😀 একটু বেশি. সবাই থাকে হাসি 😄খুশি. দুঃখ 😢গুলো পিছে ফেলে. সবাই খুশি নতুন দমে . ঈদ🌙 এর মতো প্রতিদিন. হওক তোমার এমন রঙ্গিন 🌈. যদি আমায় বন্ধু ভাবো 🤔 ঈদের দাওয়াত 🥧গ্রহন করো । ঈদ মোবারাক ।☪
আগাম ঈদ মোবারক🌙. আর ঈদের দাওয়াত🥧 রইলো ! -তোমার বাড়িতে আমার🏡 !
ইচ্ছে গুলো আকাশ⛅ ছুলো, ভাসলো মেঘের সারি খুশির ঝরে🌨 তেপান্তরে হৃদয়❤ দিল পারি। মনের মাঝে সেতারা বাজে,🎵 খুশিতে 😀মন সাজে । রঙিন এই কামনাতে⚒। শত ব্যস্ততায়⌚ তোমায় জানাই !! ঈদ মোবারক !! ২০২১☪
সূর্য🌞 বিলায় আলো ! তোমরা থাক ভালো !😊 চাঁদ 🌛ছড়ায় জোছনা ! তোমাদের প্রতি শুভ 👱‍কামনা ! ঈদ মোবারক !!🌙
সাদা গোলাপ🌹 সবুজ গোলাপ, তোমাকে জানাই ঈদের🌙 কথা. আসবে আমার বাড়িতে, বসতে 🪑দিবো ফিরিতে. খাবে কিন্তু অল্প,🥧 করবো অনেক গল্প👨‍👧‍👦. ঈদ মুবারক ।☪

Bengali Eid Sms for Girlfriend

হালকা হালকা হাওয়া🍃 ! একটু একটু শীত 🥶! এই নিয়ে 🏎চলে এলো রমজান এর ঈদ ! পোলাও, কোরমা, খেতে কতো স্বাদ ! চলে এসো বন্ধু তুমি ! রইলো ঈদের দাও
ব্যাটারি🔋 low- নেটওয়ার্ক📶busy ! Call ended.No answer !📵 User busy. ব্যালেন্স. 0.00. এত সব ঝামেলা হবার আগে 🙂 তোমাদের জানাই advance ঈদ মোবারাক !!🌙
স্বপ্ন সাজাও রঙের 🌈মেলায়, জীবন😄 ভাষাও রঙিন ভেলায়। ফিরে চল মাটির টানে ha, নতুন সুরে নতুন গানে।🎶 নতুন আশা 🤞জাগাও প্রানে, খুঁজে 🙂নাও বাচার মানে। সবাই কে এই ঈদের । অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক !!🌙
ভাবছি একটা কথা 🗣বলব ! কিভাবে শুরু করি ভেবে পাইনা !.😕 তবুও বলতে হয় দোস্ত ! ঈদের দিনে 🌙তোর বাড়িতে ! খাব🍴 কিন্তু মন ভরে গোস্ত 🥧! ঈদ মোবারক !!☪
ইলিশ🐟 মাছের ৩০ কাটা, বোয়াল মাছের দাড়ি🦈. জুন🌤 এর ৬ তারিখ, এস আমার বাড়ি🏡 ছেলে হলে পাঞ্জাবি, মেয়ে হলে শাড়ি🥻 করবো👱‍ বোরন বন্ধু তোমায়, আসবে আমার বাড়ি.🏠 ঈদ মোবারাক ২০২১ !!☪

ঈদ মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান উত্সব। পবিত্র রমজান মাসে এক মাস রোজা রাখার পরে ঈদুল ফিতর পালন করা হয়। ঈদুল ফিতর হলো ভ্রাতৃত্ব ও মিলনের উৎসব। এই ঈদে আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে Bangla Eid Mubarak Messege পাঠান আমাদের সেরা বাংলা ঈদের এসএমএস গুলি ব্যাবহার করে।

ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা

কিছু কথা অব্যক্ত রয়ে যায়,👱‍ কিছু অনুভূতি😌 মনের মাঝে থেকে যায়, আর কিছু স্মৃতি গোপনে কাঁদায় 😭। শুধু এই একটি দিন ⛅সব ভুলিয়ে দেয় । ঈদ মোবারক ।🌙
নতুন সূর্য 🌞, নতুন প্রান❤। নতুন সুর, নতুন গান🎶। নতুন উষা😊, নতুন আলো। নতুন বছর📆 কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ👱‍। শুভ ঈদ মোবারক ।🌙
লাইফ কে সুন্দর 👱‍কর ! কে ফ্রেশ কর ! হৃদয়কে❤ কে নরম কর ! টাইম⌚ কে ইউস কর ! লাভ কে মিস্স কর💘 ! বন্ধু কে এস এম এস ✉ কর ! ঈদ মোবারক !! বন্ধু☪
১ দিন রোজা বললো হেসে😀, বিদায়🙋‍ আমার খুব কাছে. কষ্ট 😢দিয়েছি অনেক দিন ⛅, কিভাবে দিবো সেই ঋণ?🤔 তাই ঈদের 🌙 দিন দিলাম তোমায়, খুশি 😊হয়ে তোমরা সবাই. !! ঈদ মুবারক ☪!!
ফুল 🌷চায় ফুটতে🌸, নদী🌊 চায় ছুটতে আগুন🔥 চায় জ্বলতে, আর আমি চাই👦 যারা, ঈদের🌙 দাওয়াত দিয়ে, ঠিকানা দেয় না, তাদের পিটাতে🍾. তুমি 👩‍🦰ও যদি পিটাতে চাও, So সমস পোস্ট করো । ঈদ মোবারক !!☪

Eid Mubarak Status

তোর ইচ্ছে গুলো উরে🕊, বেড়াক পাখনা 🕊দুটি মেলে, দিন⛅গুলি তোর যাকনা, কেটে এমনি হেসে 😆খেলে, অপূর্ন 🌓না থাকে যেন তোর কোনো 👦শখ, এই কামনায় বন্ধু👨‍👧‍👦 তোকে, জানায় ঈদ মোবারক !!🌙
মিষ্টি মিষ্টি হাসিতে😆, দাওয়াত 👨দিলাম আসিতে। আইসো আমার বাড়িতে🏡, বসতে🪑 দিবো ফিরিতে। সেমাই🥗 দিবো অল্প, করবো বেশী গল্প👩‍👩‍👧‍👧। ঈদ মোবারক🌙আমার সব বন্ধুরা!!
আকাশ 🌤মাটি কে বলছে 🗣. সূর্য 🌞পৃথিবী কে বলছে ⛅. চাদ 🌙তারা কে বলছে🗣. আর আমি তোমাকে🧒বলছি !! ঈদ মুবারক🌙.
রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে. খুশির হাওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে সাজবে সবায় নতুন পোশাক, ঈদ যেন সারা জীবন রয়ে যাক । ঈদ মোবারক
যে দিন দেখবো ঈদ এর চাঁদ খুশি মনে কাটাবো রাত নতুন সাজে সাজব সেদিন সেদিন হলো ঈদের দিন আনোন্দে কাটাবো সারা দিন! ঈদ মোবারক

Eid Al Fitr Mubarak SMS

ফুল সুভাষ দেয়, দৃষ্টি মন চুরি করে, খুশি আমাদের হাসায়, দুঃখ আমাদের কাদায়, আর আমার এই এস এম এস তোমাকে ঈদের সুভেছ্ছা জানায়,“EID মোবারক”
নতুন পোশাক পরে নিও, বেশি করে ঈদি নিও। সেমাই খেও পেট ভরে ঘুরো ফের মন ভরে। ঈদ মোবারাক বলো প্রান খুলে।
আনন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে, বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে,“ঈদ মোবারক”
ভোর হলো দোর খোল, চোখ মেলে দেখরে। রোযা শেষ রোযা শেষ, ঈদ চলে এল রে। নতুন জামা পড়ব রে, হাসি খুসি থাকব রে . ঈদ চলে এল সবার দুয়ারে। শুভেচ্ছা রয়লো সবাইকে . ঈদ মোবারক ।
চাঁদ উঠেছে ফুল ফুটেছে দেখবি কে কে আয়, নতুন চাঁদের আলো এসে পড়ল সবার গায় । ঈদ মোবারাক

Read Funny Status In Bangla

শুভ রজনী, শুভ দিন, রাত পেরোলেই ঈদের দিন। উপভোগ করবে সারাদিন, ঈদ পাবে না প্রতিদিন। দাওয়াত রইলো ঈদের দিন।“ঈদ মোবারক”
নীল আকাশে ঈদ-এর চাঁদ, ঈদের আগে চাঁদনী রাত। ঈদ হল খুশির দিন, দাওয়াত রইলো ঈদের দিন। ভালো থেকো সীমাহীন, ঈদ-এর দিন টা তোমার হোক রঙিন..! . .ঈদ মুবারক
চিঠি দিয়ে নয়. ফুল দিয়ে নয়. কার্ড দিয়ে নয়. কল দিয়ে নয়. মনের গহীন থেকে মিষ্টি SMS দিয়ে জানাই ঈদের শুভেচ্ছা. ঈদ মোবারক..
শপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পুরনো হোক। দু:খ দুরে যাক, সুখে জীবন ভরে যাক। জীবনটা হোক ধন্য, ঈদ মোবারাক তোমার জন্য। ঈদ মোবারাক!!
যেমন ছিলাম, তেমন আছি। বন্ধু তোমার পাশাপাশি। ভাবছো হয়তো ভুলে গেছি, কেন ভাবছো মিছে মিছি? যদি তোমায় ভুলে জেতাম, তাহলে কি এসএমএস করে” ঈদ মোবারক” জানাতাম ?“EID MUBARAK” পবিত্র ঈদ মোবারাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *